মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ।
==================================
অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক জনাব, শাহ জালাল খান এর নেতৃত্বে সহ অন্যান্য স্টাফ সহ অভিযান
পরিচালনা করা হয়।
আসামীর নাম ও ঠিকানা: মোঃ সুজন আলী (৩৮) (পলাতক) পিতাঃ তাহজুল ইসলাম তাজু ,মাতাঃ কামেলা খাতুন, সাং- গাইদঘাট ফিল্ড পাড়া থানাঃ- চুয়াডাঙ্গা সদর, জেলা:চুয়াডাঙ্গা।
ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানাধীন গাইদঘাট ফিল্ড পাড়া গ্রামস্থ মোঃ সুজন আলী (৩৮) এর নিজ দখলীয় উত্তর ভিটির দক্ষিন দুয়ারী টিনের বেড়া ও টিনের ছাউনী যুক্ত ০২(দুই) কক্ষ বিশিষ্ট বসতঘরের পশ্চিম পাশের কক্ষের মধ্যে টিনের বেড়ার সাথে ঝুলানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ।
ঘটনার তারিখ ও সময়ঃ০৯/০৯/২০২৫ খ্রিঃ, সময় বিকাল ০৫:০০-০৫:৪৫ ঘটিকা।
আলামত: একটি প্লাষ্টিকের বাজার ব্যাগের মধ্যে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ৫০০ (পাঁচশত) গ্রাম। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২০০০০/-(বিশ হাজার) টাকা ।
গৃহীত ব্যবস্থা: পলাতক আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব, শাহ জালাল খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করেন ।