Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক জাওয়া-১৫০ লি: এবং চোলাইমদ-৫০ লি:সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
অদ্য ২৭/০৫/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চুয়াডাঙ্গার (খ) সার্কেল  এর  পরিদর্শক জনাব বদরুল হাসান উল পরিদর্শক  এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এর , উপপরিদর্শক, জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল  ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম জীবননগর  থানাধীন আন্দুল বাড়ীয়া গ্রামস্থ আসামি মোঃ মতিয়ার রহমান(৫০) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম ,মাতা- মোছাঃ সাপিয়া বেগম, সাং- আন্দুল বাড়ীয়া স্টেশন পাড়া,থানাঃ জীবন নগর,জেলাঃ চুয়াডাঙ্গা এর নিজ দখলীয় বসতঘর হতে  ৫০(পঞ্চাশ) লিটার চোলাই মদ ও ১৫০ (একশত পঞ্চাশ) লিটার ওয়াস (জাওয়া) সহ গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/05/2025
আর্কাইভ তারিখ
31/12/2050