Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য গাজা সহ ০২ দুই জন মাদক সেবী গ্রেফতার
বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা  কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য গাজা ২০ গ্রাম সহ  ০২ দুই  জন মাদক সেবী গ্রেফতার

==================================

অভিযান পরিচালনায়: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি)  চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা, জনাব এস এম আশিস মোমতাজ  এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান সহ অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়। 


আসামীদের নাম ও ঠিকানা: ১। শ্রী সুজয় দাস (২৫), পিতাঃ- শ্রী জগো কুমার দাস মাতাঃ শ্রীমতি চন্দনী রানী দাস  সাং- ইসলাম পাড়া, থানা- চুয়াডাঙ্গা , জেলা- চুয়াডাঙ্গা।


২। মোঃ রিদয় মিয়া (২৬)

পিতা, মোঃ রজব আলী,মাতাঃ সেলিনা বেগম

সাং-  মাষ্টার পাড়া, থানা- চুয়াদাঙ্গা সদর, জেলাঃ চুয়াডাঙ্গা 


ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা  থানাধীন হকপাড়া মনসুরের গলির সামনে পাকা রাস্তার উপর ধৃত ।


ঘটনার তারিখ ও সময়: তারিখ- ০৭/০৯/২০২৫ ইং, সময়- ১২:০০ ঘটিকা।


আলামত: অবৈধ মাদকদ্রব্য গাজা  ২০ গ্রাম 


গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীদের কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি)  চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা, জনাব এস এম আশিস মোমতাজ ,আসামীদেরকে ১৪(চৌদ্দ) দিন করে  বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে  অর্থদণ্ড প্রদান করেন  ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/09/2025
আর্কাইভ তারিখ
08/09/2035