Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক ২৬ ও ২৭/০৬/২০২৫ তারিখে ২১২ এ্যাম্পুল ব্রুপেইনর ইনজেকশনসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত
২৬ ও ২৭/০৬/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চুয়াডাঙ্গার (ক) সার্কেল  এর    উপ পরিদর্শক জনাব মো: কবির উদ্দিন তালুকদার  এর  নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এর , অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চুয়াডাংগা সদর থানাধীন আলুকদিয়া  গাং পাড়া গ্রামস্থ মো: ফারুক হোসেন(৫২) পিতাঃমৃত, মোসলেম উদ্দিন ,মাতা- বুলবুলি খাতুন,সাং- আলুকদিয়া গাং পাড়া, থানাঃ চুয়াডাংগা ,জেলাঃ চুয়াডাঙ্গা এর বসতঘর তল্লাশী করে  ১২ (বারো) পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ গ্রেফতার করা হয়  এবং দামুড়হুদা থানাধীন কোমপুর ঈদগাহ মাঠের সামনে রাস্তার উপর  মো: সোহেল মন্ডল ওরফে মিলন  (২৬) পিতাঃমো: সুলাইমান মন্ডল  ,মাতা- সুনাহার খাতুন,সাং- কার্পাসডাংগা আরামডাংগা , থানাঃ দামুড়হুদা ,জেলাঃ চুয়াডাঙ্গা এর দেহ তল্লাশী করে  ২০০ (দুইশত) পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ গ্রেফতার করা হয় ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/07/2025
আর্কাইভ তারিখ
31/12/2030