০৭/০৭/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চুয়াডাঙ্গার (খ) সার্কেল এর পরিদর্শক জনাব বদরুল হাসান, পরিদর্শক এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এর , উপপরিদর্শক, জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিমসহ জীবননগর থানাধীন আন্দুলবাড়িয়া খালপাড়া গ্রামস্থ আসামী মোছাঃ শাবানা খাতুন (৪৫) পিতাঃ ব্ল্যাক মুন্সি, স্বামী- মোঃ ফয়জুল হক, সাং- আন্দুল বাড়িয়া খালপাড়া,থানাঃ জীবননগর ,জেলাঃ চুয়াডাঙ্গা এর নিজ দখলীয় বসতঘর হতে গাজা ০১ (এজ) কেজি উদ্ধার ও জব্দ করা হয়। আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এবং জনাব এস. এম. আশিস মোমতাজ , বিজ্ঞ এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) ,চুয়াডাঙ্গা সদর , চুয়াডাঙ্গা এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এর পরিদর্শক জনাব বদরুল হাসান, উপ পরিদর্শক জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১ ( এক ) জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০(একশত) টাকা অর্থদন্ড করেন। আসামীর নাম ঠিকানা : ০১.নাম - মোঃ বিপ্লব হোসেন (৩৩), পিতা : মো: মোকাদ্দাস আলী , সাং- মল্লিকপাড়া , থানা- চুয়াডাঙ্গা সদর ,জেলা- চুয়াডাঙ্গা।