Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
০৯/০৭/২০২৫ তারিখে ৫০০ গ্রাম গাঁজাসহ ০১টি নিয়মিত মামলা করা হয়
বিস্তারিত
০৯/০৭/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চুয়াডাঙ্গার (খ) সার্কেল  এর  পরিদর্শক জনাব বদরুল হাসান, পরিদর্শক  এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এর , উপপরিদর্শক, জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল  ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিমসহ জীবননগর থানাধীন করচাডাঙ্গা  আসামী মোঃ আকের আলী মন্ডল (৭৫)  এর নিজ দখলীয় বসতঘর হতে  গাজা ৫০০ (পাচশত) গ্রাম  উদ্ধার ও জব্দ করা হয়। আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা সম্ভব হয় নি।  আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন। মামলা দায়ের করা হয়। আসামীর নাম ঠিকানাঃ মোঃ আকের আলী মন্ডল (৭৫), পিতা- মৃত হযরত আলী মন্ডল, সাং- করচাডাঙ্গা থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। (পলাতক)
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/07/2025
আর্কাইভ তারিখ
31/12/2030