মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য গাজা ২০ গ্রাম সহ ০২ জন মাদক সেবী গ্রেফতার
==================================
অভিযান পরিচালনায়: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা, জনাব এস এম আশিস মোমতাজ এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান সহ অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়
আসামীর নাম ও ঠিকানা: ১।মোঃ আব্দুস সালাম বাবু (৪৬), পিতাঃ- মৃত সিরাজুল ইসলাম সাং-বুজরুকগড়গড়ি সি এন্ড বি পাড়া, থানা- চুয়াডাঙ্গা , জেলা- চুয়াডাঙ্গা।
২। মোঃ মকবুল হোসেন (৫০)
পিতা,মৃত আব্দুল কুদ্দুস
সাং- কেদারগঞ্জ সাদেক আলী মল্লিক পাড়া,
ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানাধীন সি এন্ড বি পাড়া গ্রামস্থ আসামী মোঃ আব্দুস সালাম বাবুর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য গাজা ১০ গ্রাম উদ্ধার করে আসামী মোঃ আব্দুস সালাম বাবু (৪৬) কে গ্রেফতার করা হয়, এবং ২ নং আসামী মোঃ মকবুল হোসেন এর দেহ তল্লাশী করে ১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
ঘটনার তারিখ ও সময়: তারিখ- ১০/০৮/২০২৫ ইং, সময়- ১১:০০ ঘটিকা।
আলামত: অবৈধ মাদকদ্রব্য গাজা ২০ গ্রাম
গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীদের কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা, জনাব এস এম আশিস মোমতাজ ,আসামীদেরকে ১০(দশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ।