Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার ক সার্কেল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার ক সার্কেল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

==================================

অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  বিভাগীয়  উপ-পদর্শক জনাব, মোঃ কবির উদ্দিন তালুকদার এর নেতৃত্বে  অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়। 


আসামীর নাম ও ঠিকানা: মোঃ লালন  (৩০) (গ্রেফতার) পিতাঃ মৃত আবুল কালাম , সাং- জালশুকা, থানাঃ- চুয়াডাঙ্গা সদর, জেলা:চুয়াডাঙ্গা।  



ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানাধীন জালশুকা গ্রামস্থ আসামী মো: লালন (৩৫) এর নিজ দখলীয় সেমিপাকা এককক্ষ বিশিষ্ট বসতঘরের ভিতরে আসামীর দেহ ও বসতঘর তল্লাশী করে আসামীর ডান হাতে  অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ।



ঘটনার তারিখ ও সময়ঃ ২৩/০৯/২০২৫ খ্রিঃ, সময় ১৪:০০-১৪:৪০ ঘটিকা।    



আলামত:  একটি পলিথিন ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন আকৃতির কাগজে মোড়ানো অবস্থায় ২৯ (ঊনত্রিশ) পুড়িয়া গাঁজা যার ওজন ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৬,০০০/-(ছয় হাজার ) টাকা ।


  

গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপ-পদর্শক জনাব, মোঃ কবির উদ্দিন তালুকদার  বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর  থানায় মামলা দায়ের কাজ চলোমান  ।

Images
Attachments
Publish Date
24/09/2025
Archieve Date
25/09/2035