Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার খ সার্কেল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০০ ( চারশত) পিচ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার খ সার্কেল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০ (চল্লিশ) পাতা, যার প্রতি পাতায় দশ পিস করে ৪০০ ( চারশত) পিস,      সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

==================================

অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  বিভাগীয়  পরিদর্শক জনাব মোঃ বদরুল হাসান  এর নেতৃত্বে  অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়। 


আসামীর নাম ও ঠিকানা: মোঃ শেখ মিন্টু হোসেন(৪২) , পিতা- মৃত দেলোয়ার হোসেন , মাতা-মোছাঃ সাহানারা খাতুন , সাং- রেল কলোনি মোবারক পাড়া , থানাঃ দর্শনা , জেলাঃ চুয়াডাঙ্গা।


ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানাধীন  কেরু শান্তি পাড়া রোডস্থ আলামিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় দন্ডায়মান অবস্থায় আসামিকে গ্রেফতার করা হয়।


ঘটনার তারিখ ও সময়ঃ ০৫/১০/২০২৫ খ্রিঃ, সময় ১২:০০ ঘটিকা।    


আলামত:  একটি শপিং ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০( চল্লিশ )পাতা যার প্রতি পাতায় দশ পিস করে ৪০০ ( চারশত ) পিস , মূল্য (৩০০* ৪০০) =১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার )টাকা ।

 

  

গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে-পরিদর্শক জনাব, মোঃ বদরুল হাসান  বাদী হয়ে দর্শনা  থানায় একটি মামলা দায়ের করেন‌।

Images
Attachments
Publish Date
06/10/2025
Archieve Date
06/10/2035