Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার খ সার্কেল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান IMPERIAL BLUE নামীয় WHISKY ৭৫০ (সাতশত পঞ্চাশ) মি.লি. ও Country Liquor নামীয় দেশী মদ০৩ (তিন) লিটার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার খ সার্কেল কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান IMPERIAL BLUE নামীয়  WHISKY ৭৫০ (সাতশত পঞ্চাশ) মি.লি. ও Country Liquor নামীয় দেশী মদ০৩ (তিন) লিটার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

==================================

অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  বিভাগীয়  পরিদর্শক জনাব মোঃ বদরুল হাসান  এর নেতৃত্বে  অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়। 


আসামীর নাম ও ঠিকানা: শ্রী সোহাগ কুমার দাস (১৯), পিতা- শ্রী বিকাশ কুমার দাস, মাতা- শ্রী জোসনা রানী দাস, সাং- রাইলক্ষীপুর, থানাঃ আলমডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা।


ঘটনাস্থল: দর্শনা থানাধীন কালুপোল রোডস্থ কাজলের চাউল মিল এর সামনে 


ঘটনার তারিখ ও সময়ঃ ২৯/০৯/২০২৫ খ্রিঃ, সময় ১৭:০০ ঘটিকা।    


আলামত:  ১। কালো রঙের স্কুল ব্যাগের মধ্যে একটি কাচের বোতলে ভারতীয় IMPERIAL BLUE নামীয় WHISKY ৭৫০ (সাতশত পঞ্চাশ) মি.লি. । আলামতের আনুমানিক মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা । 

২। একই ব্যাগের মধ্যে ০৩ (তিন) টি প্লাস্টিক বোতলে Country Liquor নামীয় দেশী মদ, প্রতিটি বোতলে ১০০০ (এক হাজার) মি.লি করে মোট (১০০০*৩) = ৩০০০ (তিন হাজার) মি.লি. বা ০৩ (তিন) লিটার। আলামতের আনুমানিক মূল্য ৬,০০০/-(ছয় হাজার) টাকা। স্বর্বমোট আলামতের মূল্য ১০০০০ (দশ হাজার) টাকা। 

৩। কালো রঙের স্কুল ব্যাগ ০১ (এক) টি।

 

  

গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক জনাব, মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা  থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Images
Attachments
Publish Date
30/09/2025
Archieve Date
30/09/2035