Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান ২৮ (আঠাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা  কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযান ২৮ (আঠাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

==================================

অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  বিভাগীয় পরিদর্শক জনাব, শাহ জালাল খান এর নেতৃত্বে এবং উপ-পদর্শক জনাব, মোঃ কবির উদ্দিন তালুকদার ও অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়। 


আসামীর নাম ও ঠিকানা: হাসিবুল (৩৮) (গ্রেফতার), পিতাঃ রবিউল, মাতাঃ মৃত হাজেরা , সাং- নুরনগর, থানা: চুয়াডাঙ্গা ,জেলা:চুয়াডাঙ্গা। 


ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানাধীন নুরনগর গ্রামস্থ আসামী হাসিবুল (৩৮)এর নিজ দখলীয় উত্তর ভিটার দক্ষিন দুয়ারী এক কক্ষ বিশিষ্ট বসতঘরের মধ্যে টেবিলের ড্রয়ারে প্রাপ্ত।

ঘটনার তারিখ ও সময়ঃ ২১/০৯/২০২৫ খ্রিঃ, সময় ১৩:০০-১৩:৪০ ঘটিকা।

আলামত:  একটি কাপড়ের ব্যাগের মধ্যে  Tapantadol tablets 100 mg ২৮ (আঠাশ) পিস, ওজন ০২.৮ (দুই দশমিক আট) গ্রাম।  মূল্য ৮,৪০০/- (আট হাজার চারশত) টাকা।


গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপ-পদর্শক জনাব, মোঃ কবির উদ্দিন তালুকদার  বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর  থানায় মামলা দায়ের কাজ চলোমান  ।


Images
Attachments
Publish Date
22/09/2025
Archieve Date
23/04/2035