Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০৪/০৮/২০২৫ তারিখে ৯০ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেপ্তার
Details


অভিযান পরিচালনায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয়,পরিদর্শক জনাব,মোঃ বদরুল হাসান এই নেতৃত্বে   অন্যান্য স্টাফ সহ অভিযান পরিচালনা করা হয়। 


আসামীদের নাম ও ঠিকানা:১/ বুলবুলি রানী(৪০ ), পিতা-সুবল কুমার  বিশ্বাস, স্বামী -মৃত তাপস ,মাতা সিতা রানী , সাং- দেহাটি সরদারপাড়া , থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।


 [চোলাইমদ এর পরিমান ৫০ লিটার]


২/ দিপালী বিশ্বাস  (৩৫), পিতা- সুবল কুমার বিশ্বাস, স্বামী অচিন্ত কুমার মাতা সিতা রানী বিশ্বাস সাং- দেহাটি সরদারপাড়া, ।


 [উদ্ধারকৃত চোলাইমদ এর পরিমান ৪০ (চল্লিশ) লিটার]


ঘটনাস্থল: চুয়াডাঙ্গা জেলার জীবননগর  থানাধীন দেহাটি সরদারপাড়া  গ্রামস্থ আসামী বুলবুলি রানী (৪০) ও আসামী, দিপালী বিশ্বাস (৩৫) দ্বয়ের নিজ দখলীয় বসত ঘর হতে  উদ্ধার ও জব্দ। 


ঘটনার তারিখ ও সময়ঃ০৪/০৮/২০২৫ খ্রিঃ, সময় ১৬ঃ৩০ - ১৭ঃ০০ ও ১৭ঃ৪০ -১৮ঃ১০ ঘটিকা। 


আলামত: ১। নং আসামির নিজ দখল হইতে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদ উদ্ধার জব্দ করেন। 

২।নং আসামীর নিজ দখল হইতে ৪০(চল্লিশ) লিটার চোলাই মদ উদ্ধার জব্দ করেন। 


গৃহীত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব, মো: বদরুল হাসান বাদী হয়ে জীবননগর  থানায় আমায়  পৃথক পৃথক দুইটি মামলা রুজু করেন ।



Images
Attachments
Publish Date
10/08/2025
Archieve Date
20/08/2030