Details
১৬/৭/২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার অভিযান ১ টি। আসামি ১ জন গ্রেফতার। স্থান : জয়রামপুর হাজী পাড়া, আসামীর বসত ঘর।আলামত: ৩০০( তিন শত) গ্রাম গাজা।সময়: ১৭:ঘটিকা- ১৭:৪০ ঘটিকা।আসামী: মো বাবু হোসেন( ৩৭) পিতা; আব্দুল হামিদ'' সাং- জয়রামপুর হাজীপাড়া, থানা দামুড়হুদা, চুয়াডাঙ্গা। মামলা দায়ের করা হয়। পরিদর্শক শাহজালাল খানের নেতৃত্বে ৯ সদস্যের আভিযানিক টিমের সমন্বয়ে গঠিত রেডিং টিম নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।