#ডিএনসি_চুয়াডাঙ্গা
#মাদকবিরোধী_নিয়মিত_মামালার_অভিযান
# গাঁজা ০১ (এক) কেজি সহ ০১_জন আসামী_গ্রেফতার
===================================
অদ্য ২০/০ ৮/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চুয়াডাঙ্গার (খ) সার্কেল এর পরিদর্শক জনাব বদরুল হাসান, পরিদর্শক এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা এর , ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিমসহ জীবননগর থানাধীন দেহাটি স্টেশন রোড মাঝের পাড়া আসামী মোঃ সুজ্জল মিয়া(৩০) পিতাঃ মৃত শামসুল হক, মাতা - মোছাঃ তোহরা সাং- গয়েশপুর উত্তরপাড়া ,থানাঃ জীবননগর ,জেলাঃ চুয়াডাঙ্গা এর নিজ হাতে ধরা একটি প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে তল্লাশি করে, গাঁজা ০১ (এক) কেজি উদ্ধার ও জব্দ করা হয়। আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃবদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।